একটা গর্ত খুঁড়ছি
জন্মের পর থেকে খুঁড়ে চলেছি
অনেক বড় হয়ে এল
আকাশ সেখানে ভারী
আহত পাখিটির মতো বড়ই একাকী
বাতাস কুমারী মেয়ের মতো নিষ্কলুষ
সন্নত নয়নে একা বসে আছে ।  
উঠে এল গর্ত থেকে মানুষের হাড়
পচা শামুকের খোল আর বহু
অস্থিচর্মসার নুড়ি পাথর
উঠেছে সামান্য বালি মেশানো জল
এসব বাদ দিলে মাটি ছাড়া কিছুই ওঠেনি
ওঠেনি মোহরের ঘড়া
পাতাল-দেবতার কথা তাও সত্য নয় ।
এবার গর্তের ভিতরে নিজেকেই মাটি চাপা
দিতে হবে অবিমৃষ্যকারীর অনিবার্য  
মৃত্যুর ইঙ্গিত শুনে শুনে ।


***********************