এখন বসেছি মুখোমুখি
চাওয়া আর পাওয়ার বেদনার কাছে
কিছুক্ষণ বসার ইচ্ছা নিরালায়  
আমার ভিতর থেকে মুছে দাও মূক বিভাবরী
হে ঈশ্বর ,হাত জোড় করি ।


যদিও অনেক ক্লান্তি শরীরে আমার
মনও বিষণ্ণ পাখির মতো  ম্লান
তবু বড় সাধ জাগে বসি নিরালায়
পান করি পীযূষ-বিন্দু তনু মন ভরি
হে ঈশ্বর ,হাত জোড় করি ।


যাবার সময় হয়ে এলো
জীবনের এই নদী গতিপথ হারাল এখন
নিষ্প্রদীপ সন্ধ্যায় সুখ দুখ হারিয়েছে অজান্তে কখন
এরপরে সব ছেড়ে বসি নিরালায়
তোমারই গুণগানে মুখরিত হোক এ শর্বরী
হে ঈশ্বর ,তোমাকেই আজ গড় করি ।


************************