আমরা যা দিয়ে থাকি অন্যকে সেটাইতো
বুমেরাং হয়ে নিজের কাছেই ফিরে আসে
কিছুই  যায় না দৃরে
ঘৃণা ঈর্ষা অসম্মান ভালোবাসা সব।
যে শিশুটি তোমাকে চেনে না
তার গালে চুমু দিলে
সেও তোমার গালে চুমু দেবে দুটি ছোট হাতে ধরে  
আসলে কে আগে দেয় সেটাই দেখার।
পশু পাখি গাছ নয়
মানুষই নিজের অসুখে নিজে সব দিয়ে
বুকে নিয়ে জ্বলে মরে নিজেরই যন্ত্রণার ভার
ঘৃণা  ঈর্ষা অসম্মান লজ্জার আঁধার।


                         ******