তুমি আমি অনেকেই যা আজ প্রেম বলে জানি
যে আগুনে পুড়ে যায় অসংখ্য মানুষ
স্যাটেলাইট সে ছবি কি পেরেছে পাঠাতে ?
জ্যান্ত আঁধারে যুবতী চাঁদের হাসি
নগ্ন হয়ে ছবি রেখে যায়
শূন্যতায় স্থবির সময়ে কিছু ভয়ার্ত চিৎকার  ।
বুকে যত আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ
শবদেহ মাড়িয়ে কি বিষণ্ণ সন্ধ্যায়
কেঁদে গেল কেউ ?
ব্যস্ততার মাঝে সেই শরীরের স্বাদ
যতটুকু আনন্দের তার চেয়ে ঢের বেশি
অদ্ভুত আঁধার নিয়ে এসেছে উদ্বেগ ।
লেলিহান আগুনের শিখা শুধু পুড়িয়ে দেয়
রেখে যায় মুষ্ট্যাঘাতে জ্বলন্ত অঙ্গার ।
যে পুড়ে সে কি বোঝে ন্যুব্জতায়
তা কত অবসন্ন আঁধারে করুণ ?
সে কি জানে ধীরে ধীরে
কবে তার দেহে মনে লেগেছে আগুন ?


**************************