যে চোখ মনের ভিতরে তার কাছে বসে আছি
চুপ করে চলচ্ছক্তিহীন হয়ে সমারূঢ় বেদনার পাশে।
কিংবা হামা দিয়ে চলেছি শৈশব থেকে
জানতে চেয়ে কাকে সূন্দর বলে কাকে অসুন্দর,
উত্তর পাইনি আজো।
আসলে সুন্দর অসুন্দর বলে কিছু আছে কী ?
সবই এই মনের চোখে
আন্য কিছু নয় আর,


তাজমহল, গোলাপ আর সুন্দরী নারীর ভিতরেও
মুখ থুবড়ে পড়ে আছে কলঙ্কের কালো অন্ধকার।


                 *****