পাহাড়ের কোলে অস্থিচর্মসার এক মানুষের দেখা পেলাম
ধ্যানমগ্ন ছিল এতক্ষণ
আমার পায়ের শব্দে চোখ খুলল ।
দেখলাম
দয়া
প্রেম
উদারতা
স্থিতধীর
শরীরী-রূপ যেন বসে আছে নিরালায় ।
আমাকে দেখেই বলল ,
" এতদিন পরে এলি ? আয় বুকে আয় ।"
অমি যে
পরশ্রীকাতর
স্বার্থপর
অহংকারী
লম্পট
মদ্যপ
এসব জেনেও কী করে সে বুকে টেনে নিলো ?
কত মৃত্যু পান করে পেয়েছে সে অমৃত-সাগর ?
তাহলে কী আমার ভিতরে যে মানুষ ঘুমিয়েছিল
তার পায়ের শব্দ শুনতে পেয়েছে ?


*************************