জীবনে এমন সকাল যদি আসে
নিবিড় নিঃসঙ্গ হয়ে আছি গভীর অরণ্যে
চারপাশে পাখির কলকাকলি  নেই
মনুষ্য নামক প্রাণী নেই
লুপ্তপ্রায় ইন্দ্রিয়ের পুনঃপুন ব্যবহার
বিপ্রলব্ধ বেদনার পাশে।


কেবল শুনতে পাচ্ছি  দূর থেকে
ভেসে আসছে চেনা বাঁশির শব্দ
জন্ম জন্মান্তর ধরে যা শুনেও সাড়া দিচ্ছি না।
বাকি সব কর্মের জগত মিশে গেছে দিগন্তরেখায়
মিশে গেছে পরিশ্রান্ত  গহন দুপুর
বড়ো ভালো লাগে
বড়ো বেশি ভালো লাগে একবার শুনি
তাঁঁর সেই রাঙ্গা পায়ের নূপুর।


জীবনে এমন সকাল যদি আসে।