এত শোক এত শোকের মিছিল
এত দুঃখ এত দুঃখের অভিঘাত
তবু কে যেন সব শোক দুঃখে আলোর রেখা
ফুটিয়ে তোলে বলে, আছে সব আছে।
তখন মনে হয় এত সুখে দুঃখ নেই
মানুষের এত উল্লাসে শোক নেই
আছে শুধু রূপকথা জীবনের মায়াবী আবেশ।
আমাদের ঘরে ঘরে জীবন বড় হচ্ছে
শোক দুঃখ মৃত্যু পরাভব স্বীকার করে
গা ঢাকা দিচ্ছে, কে যেন নিরাশার আগুনে
জল ঢেলে দিচ্ছে
চারপাশে  ছড়িয়ে পড়ছে জীবনের উত্তাপ
হৃদয়ের আবেগ।
মুছে যাচ্ছে রাত আর রাতের মতো শব
শুনতে পাচ্ছি প্রতি ঘরে  মায়াবী ছায়ার কলরব।


************