" একটা শব্দ শুনতে পাই রোজ দুপুরবেলায়
কিসের শব্দ  জানিস?
ঠিক যেন করাতে কাঠ চেরা হচ্ছে! "
কথাটা শুনেই আমি রজতকে বললাম,
" তুই জানিস না কান্নার ভাষা , আমিতো জানি!
রোজ দুপুরবেলায় অন্ধ বনমালীকে তার বউ মালতী লাঠি দিয়ে মারে , অসহায় লোকটা কাঁদে।
সেটা অনেকেই করাতে কাঠ  চেরার শব্দ বলে ভুল করে
আসলে সারা পৃথিবীতে বেশিতো অন্ধই আছে
অন্ধকারে  তারা কাঁদে
কান্নার ভাষা কে পড়তে পারে?


বোঝার উপায়  নেই ।"