আমার এই আগোছালো জীবনে
যখনই দেখেছি অন্তঃসত্ত্বা বৃক্ষটিও
কখন শুকিয়ে গেছে বজ্রের আঘাতে
তখনই বূঝেছি জীবনের  ফুল ফল ছায়া
সবই মিলিয়ে যায় অকস্মাৎ অশনি সংকেতে।
তবু কিছূ রেখে যাবো
সংসারের বুকে, মানুষের কাছে।
অর্থ কীর্তি কিছু নয়, নয় জীবনের ছায়া
রেখে যাবো কিভাবে ঢেউ হয়ে নেমেছে আলেয়া
ছেঁড়া বই আর খাতার গভীরে।


বই আর খাতাগুলি  পারো যদি পড়ে নিও
না পারলে কিলো দরে বিক্রি করে দিও।


                      ****