লোকটির ভিতরে ছিল সরলতা
নিজে জানতো না সে কতো বেশি সরল
এতো কোমল হলে সংসারে বাঁচা যায় না
পড়েছিল পাথরের মতো বিমূঢ় একাকী।
পদাঘাতে পদাঘাতে মানুষই তাকে কঠিন করেছে
সেই সরল লোকটি আজ হয়েছে জটিল।
আর কী সে পাবে ভালোবাসা?
শত কষ্ট ফুল হয়ে জাগাবে কী প্রাণে তার আশা?
লোকটিকে মেরেছে চারপাশের মানুষ
ঘা খেতে খেতে সে এখন কামারশালার নেহাই হয়েছে।


লোকটি আর পাবে কী সরলতা?
কোমল কঠিন হয়ে গেলে আর কী সে  পাবে কোমলতা?