সবাই  নিজেকে মেলে ধরতে চায়
ছোট ছোট চারা গাছ থেকে মহীরুহগুলি
ছড়িয়ে দিতে চায় উদার উন্মুক্ত আকাশে।
মানুষও যে যার জায়গায় নিজেকে বিকাশ করে
অর্থ কীর্তি সচ্ছলতার কাছে করে নিঃশব্দে
আত্মসমর্পণ।
স্কুলের  মাস্টারমশাই  আমাকে বলতেন, " তুই ঝিনুক"।
ঝিনুকযেমন মুক্তো লুকিয়ে রাখে কেউ বুঝতে পারেনা তেমনি।ভালো পড়া করলেও পিছনের বেঞ্চে চুপ করে বসে থাকিস কেন?
কেউ বলতেন কেন্নো, একটু ছুঁয়ে দিলেই
চুপ করে গোল হয়ে যায়।
সুধা দিদিমণি আমাকে বলতেন লজ্জাবতী লতা,
একটু জোরে  তার উপরে নিঃশ্বাস পড়লেই লতাটি
চুপ করে নেতিয়ে পড়ে।


আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি
কার কাছে মেলে ধরবো?
যার কাছে মেলে ধরবো
যেখানে ফুলের মতো বিকশিত হবো
তাঁর কাছে যেতে হলে নিজেকে
গুটিয়ে  রাখা বড়ো বেশি প্রয়োজন আজ
পার্থিব চাওয়া পাওয়া , ভিড় আর কোলাহল থেকে।


                         ****