চোখ খোলা রেখে চলে মানুষ মানুষে রেখে  দূর
ধর্ম আজ উন্মাদনা দুর্নিরীক্ষ্য দেবতা আমার
অনেক অর্থের বোঝা কাঁধে নিয়ে মানুষ চলেছে
কে চায় তোমাকে বলো ?ওগো ভগবন,তুমি কার?


ধর্ম নয় উন্মাদনা,পাবো ধর্ম চোখ বন্ধ হলে
এখানে বিষণ্ন ছায়া মানুষ অর্থই  চায় জানি
মন্দিরে গীর্জায় দেখি  মসজিদে বিলাসিতা আজ
দেবতা সেখানে নেই মানুষই করে রাহাজানি।


বড়ো দূরে দূরে থেকে হাসছো অদৃশ্যে বসে তুমি
মন্দিরে আছো কী তুমি? এতো  সেই শূন্য মরুভূমি!