তুমি শুধু নিজের প্রশংসা আদর ভালোবাসা
পেতেই শিখেছো
দিতেতো শেখোনি !
দেখেছো কী ছাঁচতলায় জমা হয়ে আছে কতো
বৃষ্টিবিন্দুগুলি?
ভেসে আসো জলে নয়, আগুনের আঁচের  আভাসে
যেখানে হৃদয় নেই সেখানেও
কাঁকুরে ঠোঁটের লোভে কেন মানুষ  চুমু ভালোবাসে?
সুরভি আমার, গ্রীষ্মের দাবদাহে
মেঘের গুরুগুরু ধ্বনি
কখনো  বর্ষণমুখর দিনে
সজল গম্ভীর মেঘের গজল শোননি?