শান্তি যখন দূরে থাকে জানতে ভালো লাগে ,
ব্যস্ত জীবন , গৃহস্থালি , অজানা এক ভয় ।
মৃত্যু নদীর এপার ভাঙ্গে ওপারে সুখ জাগে ,
সুখের  মাঝেই দুঃখসাথী , বিশ্ব দুঃখময় ।


প্রণয়  যখন দূরে থাকে  জাগায় শিহরণ ,
বুকের মাঝে ধরলে  চেপে  ভাঙ্গে সকল সুখ ।
সুন্দরকে ভালোবাসে ব্যাকুল গভীর মন ,
কাছে  গেলেই  অসুন্দরের  দেখি  ধূসর মুখ ।


দেখার পালা শেষ হলে কেবল হিসেব রাখা ,
শোধ করলেও রইবে পিছে অনেক দিনের ঋণ ।
যা ছিল সুখ , মনের শান্তি  , সবই  মরীচিকা ,
ক্লান্তি নিয়ে  অশ্রু মুছে জীবন শেষের দিন ।


****************************************