অর্থের থলি নিয়ে বুকে নিয়ে উদাত্ত আহ্বান ,
সমুদ্র পার হয়ে এসেছিল কিছু ব্যবসায়ী ,
কারখানা গড়বে বলে জমিজমা কিনে ছিল ,
মানুষের মনও জয় করতে চেয়েছিল ।
তাদের অর্থের মোহে হাজার মানুষ ,
সঁপেছিল মনপ্রাণ , যোগ দিয়েছিল শক্তির মিছিলে ;
তখন শিশির সিক্ত হয়ে ঘাসগুলি বলেছে কানে কানে ,
কল্লোলিত জীবনের উদ্বেলিত উচ্ছ্বাস নয় ,
শৃঙ্খলিত জীবনের রক্তাপ্লুত বেদনার্ত ধারা ;
মানুষের চেতনায় মিশিয়েছে যন্ত্রের ইশারা ।
অনেক কিছু কিনে গেছে তারা অর্থের থলি নিয়ে ,
শুধু মনুষ্যত্ব কিনতে পারেনি ।


তারা দেখেছে মনুষ্যত্ব লেগে আছে পাহাড়ের কঠিন চোয়ালে;
যেতে তারা পারেনি সেখানে ,
সংসারের পথঘাট ভুলে ।


****************************************