প্রবাস জীবনে আজ অন্ধকার যেন
কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছে গালে  ;
চুপ করে ভাবতে থাকি ফেলে আসা যৌবনের কথা ,
আমার মায়ের কথা ,জন্মভূমির কথা  ।


জন্মভূমির কথা মনে হলে ঘাসগুলি নেচে উঠে  বুকে ;
পৌষ পার্বণ , মেলা আর কৈশোরের  খেলা  ,
সেদিন মনের কাছে নেচে গেছে উষসী আকাশ একেলা  ।
আজো চোখে জল ঝরে পাড়াগাঁর শোকে  ,
মন বিবাগী হয় পাড়াগাঁর মেয়েটির বুকে  ।
মা যেন আজো কাছে এসে বলে ,
সুখ আছে বাবা , এইখানে বুকের ভিতরে  ।
আজো সেই মার স্মৃতি উচ্চারিত হয় বারে বারে
আমার অন্তরে  ।


জন্মভূমির কথা মনে হলে কেঁদে উঠে আমার যৌবন  ;
পাড়াগাঁর পথঘাট মাঠের বুকেতে  ,
নেচেছিল নর্তকীর মতো আমার সুরভি ।
কোথায় গিয়েছে সেই মেয়ে  ?
তার কালো চুল এখনোতো কথা বলে রোজ  ,
আমার বুকের মাঝে সেই মেয়ে হয়েছিল নিদাঘে নিখোঁজ  ।


**************************************