বেশ উঁচুতে শুয়ে আছো তুমি  পাহাড় শিখরে
শিক্ষিত বিবেক ; সেখান  থেকে চোখ রেখে
কতটুকু  জেনেছ  মাটি আর মানুষকে  অনুভবে  ?
তোমার  পা দুটো  ভালোভাবে স্পর্শ  করেনি মাটি ;
শিক্ষা , অর্থ , সব কিছু  নিয়ে বড় উঁচুতে  শুয়ে আছো
জ্ঞানী আমার  ; অহংকারও  যেন  পাহাড়ের চূড়ার  মতো
তোমার  মাঝে  আছে  ।


সেখান  থেকে নেমে আসা  কষ্টসাধ্য  , দুঃখসাধ্য
হয়ে গেছে  আজ  ; ওখানে থেকেই তুমি  ভেবেছো
হাত  দেবে  এ মাটির নরম তালুতে ; বিস্তৃত নরম ঘাসে ,
অশিক্ষিত মানুষের ভিড়ে  তুমি হারাবেনা কোনদিন  ।
পাবেনা  তাদের  পরিচয়  ।
কখনো  পাবেনা  ফিরে জলের মতন সুখ  ;
অশ্রুকণার  মতন  তরল  হৃদয়  ।
এত  উঁচুতে  শুয়ে  থেকে  জানতে  চেয়েছ
পৃথিবীর  কতটা   ক্ষয় ধরেছে ; মানুষ সভ্য হয়েছে  কিনা ।


এই জন্মের   মতো মিশে গেছ উচ্চতম  পাহাড়  শিখরে  ;
সেখানেই  দেহ মন মিশে গেছে  পাহাড়ের  মুঠোর ভিতরে ।


****************************************