তোমার  দুটি  চোখের  ভাষাকে  স্বীকার  করেছি ,
অস্বীকার  করেছি  তোমার  ভালোবাসাকে  ।
কারণ  তা ভলোবাসা  ছিল না  ;
সেই  ভালোবাসা  এসেছিল  স্বার্থের  পথে  ,
কিছু চেয়ে  নিয়ে  যেতে  ।


জীবনের  চাওয়াকে  স্বীকার  করেছি  ,
অস্বীকার  করেছি  জীবনের সঞ্চয়কে ।
কারণ সেই  সঞ্চয়ের ভার  মনকে  ক্লান্ত  করে  ;
ভেঙ্গে  ফেলে সুন্দরের  ধ্যান  ,
আমাকে  নীরবে  করে  অপমান  ।


জীবনের  যা  কিছু  সুন্দর  সৃষ্টি তাকে  স্বীকার  করেছি  ,
অস্বীকার  করেছি   অসুন্দরকে   ।
সুন্দর  থাকলেই সে  আসে  নিঃশব্দে  ;
সব  হিসেব   ভেঙ্গে  ফেলে  ,
আমাকে  ক্লান্ত করে  তোলে ।


জীবনকে  ভালোবাসি  আমি  ,
এইকথা  করেছি  স্বীকার  ।
কিন্তু  এতবড় মিথ্যা  বলার  সাহস  পাবো  কোথায়  ,
মৃত্যুকে  করেছি  অস্বীকার  ?


**************************************