চিরকাল   স্বর্গ  সুখে  অনীহা  আমার  
পৃথিবীর   স্তনের   ভিতরে  মিশে  যেতে  চাই ফড়িঙের  মতো  
স্বর্গে   কী  ঘাসফুল  ফুটে   আছে  এতো   ?
ভিখারিনীর  লোল স্তনে  মিশে  গিয়ে  পেতে  চাই  দুঃখের  ঘ্রাণ  
সে  দুঃখের  ঘ্রাণ  পেলে   ঊর্বশীও   হয়ে  যাবে ম্লান  ।


স্বর্গ  সুখ কোথায় জানি না  , নন্দন- কানন  কখনো  মানি  না  
জানি  আমি , পৃথিবীর  বুকে  কান্না  ভাসে  রোজ  
আমার  বুকের  মাঝে  পেয়েছি  নিঃশব্দে  তার  খোঁজ  ।
বেদনার  যত ঢেউ  আছড়ে  পড়ে ক্ষুধার্ত  মানুষের  হৃদয়   গভীরে  
আমার  শোকাশ্রুধারা  বয়ে  যাবে   তাদের   অন্তরে  ।


বরং  দেখে  যেতে  পারি   আমি আঁধারের  জরায়ুতে   শুয়ে  
যুবতী  চাঁদের   ধর্ষণ   ।
দেখে  যেতে   পারি  দুর্বিনীত  চপলার  কটাক্ষঘাতে
অভিমানী  আকাশের  করুন  ক্রন্দন  
সহিতে  পারি  না  আমি  জীবের  যন্ত্রণা  ,
ঈশ্বরের  কাছে   তাই  করেছি  প্রার্থনা  
কোন প্রাণী  যেন  ক্ষুধার্ত  না   থাকে   ধরায়  ।
তাদের  করুন  দৃষ্টি  আমাকে  নীরবে  কাঁদায়  
ইচ্ছে  করে  না  খেয়ে  দেখেছি আমি  ,কত  কষ্ট  অভুক্ত  থাকায়  ।


তাদের  বুকের  মাঝে  মিশে  থেকে  দুঃখ  ভোলাবো  
স্বর্গের  পারিজাতকুসুম  আর  কখন  কুড়বো  ?
স্বর্গ সুখে  নয়  , মিশে  যাবো  পৃথিবীর  সুন্দর   কাননে  
মিশে  যাবো   স্বর্গ  সুখ  থেকে  দূরে  মানুষের মাঝে
করে  যাবো  মানুষের   দুঃখ   নিবারণ  ।
দেবতারা  নয়    ভিখারিনী   কেঁদে  যাবে  
দেখে   যাবে  আমার  সেই  নিবিড়  মরণ  ।


**************************************