( কল্পনা নয় , সত্যের অনুভূতি কবিতায় স্থান পেয়েছে )
---------------------------------------------------------
ভালোবাসা দিয়েছি নিভৃতে , দেখেছি ভালোবাসা কথা বলে , আছে তার ভাষা ;
এক পাগলিনী এসে জড়িয়ে ধরেছিল , জানিয়েছিল গোপন ভালোবাসা ।
সেদিন সকলে অবাক হয়ে দেখেছিল , করেছিল আমাকেই দোষী ;
তারা কী জেনেছে কখনো , পাগলিনী প্রেয়সীকে কত ভালবাসি ?
শুধু কী  সিঙ্গাড়া আর , পাগলিনী কতবার খেয়ে গেছে পুরি ?
নিঃশব্দে ভালোবাসা দিয়ে , হৃদয় তার করেছি আমি চুরি ।


কখনো দেখেছ কী , পথের কুকুরকে ভালোবেসে ?
তাদেরও দিয়েছি ভালোবাসা , পাগলের মতো আমি মিশে ।
আমাকে দেখেই সব ছুটে আসে , নিমেষে দোকানে ;
শুধু কী বিস্কুট খেতে পায় ? কখন হৃদয় তাদের নিয়েছি আমি কিনে ।


কখনো দেখেছ কী  , প্রাণের গভীর উল্লাসে ?
পাখিও ভালোবাসা পেলে কত পাখি কাছে এসে বসে ?
তারাও পেয়েছে খাবার , বসেছে আমার বাতায়নে ;
কত পাখি নামও জানিনা , তারা ভালোবাসা দিয়েছে গোপনে ।


এক আদিবাসী নারীর কাছ থেকে লাউ নিয়ে , পাওনা টাকার চেয়ে
অনেক বেশি দিয়ে দেখেছি তার হাসি ;
ওর মনের আকাশে সেদিন , দেখা দিয়েছিল তারা , পূর্ণিমার শশী ।
ওর ছোট্ট শিশুও সেদিন স্তনদুগ্ধ পান না করে দেখেছিল , মুখে ছিল হাসি ;
সেই শিশু যেন বলেছিল , তুমিও শিশু , তোমাকেই ভালবাসি ।


শুধু নারীকেই ভালোবাসা দিয়ে মন ভেঙ্গে গেলে , পুরুষ কেঁদেছে যখন ;
তখন আকাঙ্ক্ষার ঢেউ নিয়ে ,  দীর্ঘশ্বাসে কেঁদেছে চুম্বন ।
তপস্যায় নিশ্চল থেকে , জীবের অন্তর করে নিলে জয় ;


ভালোবাসা কথা বলে , আকাঙ্ক্ষার জ্বরে আর কাঁপে না  হৃদয় ।


***************************************