না , তারা নয় , তোর দেহ যারা ছিঁড়ে খেয়েছিল
তারা কেন আসবে  ?
তোর খবর নিতে অনুপ এসেছিল ।
আমি জেগে আছি নিশ্ছিদ্র রাতের গর্ভে
এমন কত রাতে ধর্ষিতার দেহে পরিয়েছি সান্ত্বনার আবরণ
ছিঁড়ে খেয়েছিল দেহ তার নরখাদক পশু ।
তুই ভয় পেয়ে কাঁপছিস কেন  ?
আমি জেগে আছি শয্যার পাশে
এই দেহ ঈশ্বরের অনবদ্য সৃষ্টি
তা কী কলুষিত হয়  ?
তুই নিশ্চিন্তে ঘুমো
আজ কী দিবি না তুই চুমো  ?


তুই আমার কোলে শুয়ে থাক
না রে সোনা মেয়ে না
আমি ঘুমবো না  ,
এমন কত রাত কেটেছে আমার
নিঝুম রাতের দিকে চেয়ে
গায়ে লেগেছিল বিষাক্ত নিঃশ্বাস ,
দেখেছি ভেঙ্গে গেছে মানুষের সুখের সংসার
হয়ে গেছে সব ছারখার ।
সেই গান আর গাইবি না কেন
কেন ভয়  ?
' আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ...........'
ভয় কেন মা নিশ্চিন্তে ঘুমো
আজ কী দিবি না তুই চুমো  ?


********************************************