পথের বেড়ার পাশে ঝুলছিল কচি লাউ দুটি ,
বিনোদিনী গৃহস্থ বাড়ি থেকে কাজ সেরে ফিরছিল ঘরে ।
চঞ্চলা হরিণীর চোখে পড়েছিল দুটি কচি লাউ  ,
লোভে জ্বল জ্বলে দুটি চোখে আলো উঠেছিল ফুটি ।

শাড়ীর আঁচলে বেঁধে বিনোদিনী লাউগুলি লুকিয়ে ফেলেছিল,
কেউ দেখেছে কিনা এদিকওদিক চেয়ে ফিরছিল ঘরে  ।
কেউ দেখেনি ভেবে ভয়ে মেয়েটির কাঁপেনি অন্তর ,
সুঠাম বাহু দুটি দিয়ে লাউগুলি জড়িয়ে রেখেছিল  ।

পাড়ার ছেলেরা এসে দিয়েছিল বেধড়ক মার ,
রক্তাপ্লুত শাড়ীর আঁচল থেকে লাউ দুটি খসে পড়েছিল ।
মারধর করে ছেলেরা সেদিন খেলার মাঠে চলে গিয়েছিল  ,
বিনোদিনী রক্ত মুছে , অশ্রু মুছে ,ফিরেছিল বিকেলে সেবার ।

গ্রহদোষে লঘুপাপে গুরুদণ্ড পেল বিনোদিনী  ,
এত মার কোমল শরীর তার কখনো সহেনি  ।
চুরি করা কোনোদিন মেয়েটির স্বভাব ছিল না   ,
বিনোদ করেনি চুরি , চুরি করেছিল বিনোদের লোভের রসনা   ।


***********************************************