জানি আমি হে পৃথিবী , আমি চলে যাবো একদিন
তোমার হৃদয় থেকে ,
সেদিন আমায় মনে রাখবে না তুমি  ।
সেদিনও কী উঠোনে শিউলি ঝরে যাবে  ?
ঝরবে কী চন্দনের মতো চাঁদের আলোক  ?
তখনো  কী ভালোবাসার জ্বলন্ত চুম্বনে মরে যাবে নারী ও পুরুষ ?
তুমি ভুলে যাবে আমি চলে গেলে  ;
যদি মনে পড়ে কোন এক শীতের সন্ধ্যায়
দেখবে তোমার নরম বুকে শুয়েছিল কোন এক শিশু
রেখেছে সে দুঃখের নিশানা  ,
জানিয়েছে ব্যথাতুর মানুষের মৃত্যুর ঠিকানা  ।


আমায় মনে রাখবে না তুমি  ডুবে গেলে চাঁদ,
অজানা  ভয়ের স্রোতে নিজেকেই খুঁজে পাবে হঠাৎ সেদিন
খুঁজে পাবে অসুখের ঘ্রাণ  ।
তখন কাঁদবে শুধু আমার মায়ের মতোই
নবান্নের গন্ধভরা আকাশের বুকে ,
রূপসী অঘ্রান  ।


আমায় মনে রাখবে না তুমি
কোন এক নিশ্ছিদ্র অতল আঁধারে  ;
যদি মনে পড়ে হঠাৎ কখনো
দেখবে এক শিশু আঁধারের বুকে মিশে আছে ,
মিশে আছে গোধূলিবেলায়  ;
তখন  যেসব হৃদয় কেঁদে যাবে
তারাও আজ দুঃখ দিয়ে যায়  ।
জানি আমি হে পৃথিবী , কখনো সন্তানের বুকে তুমি
করো না আঘাত ;
আমায় মনে রাখবে না যদি তাহলে কেন
ছায়া দিয়ে  , মায়া দিয়ে মেলে আছ তোমার প্রভাত  ?


কেন আমার শরীর ছুঁয়ে কেঁদে যায় তোমার দুহাত  ?


***********************************************