কি হারালো কিছুই না  ,হৃদয় কন্দরে সবই আছে  ,
যা ছিল আমার আজো আছে সবই মনের মাঝে  ।
এখনো চাঁদ উঠছে দেখে তোমার কথা  ভাবি  ,
ব্যথা নিয়েও রঙ ছড়ায় প্রথম  প্রেমের দাবি ।
তোমার কথা মনে হলেই ভাবি অনেক কিছু  ,
কত কথা ডাকতে থাকে আমার  পিছু পিছু  ।


এখনো হয় জন্ম মৃত্যু  রোগের  জ্বালা সাথে  ,
এখনো আছে রঙিন আশা স্বপ্ন দিনে রাতে  ।
আজ কী নেই সুখ দুঃখ , আজ কী নেই ব্যথা   ?
আজো আছে মনের মিল আছে সুখের কথা  ।
ফাগুন দিনের ফুলের শোভা ,প্রেমের স্বপ্ন  শুরু ,
এখনো মনে চমক দেয় প্রিয়ার যুগ্ম  ভুরু।


কে যেন কাঁদে বিরহ জ্বালায় ,কে প্রেমে আজো হাসে  ?
মনে আজো পড়ন্ত বেলায় সুরভির প্রেম ভাসে  ।
বাদল আনে সোঁদা গন্ধ ,  বাদল  শীতল ছায়া  ,
এখনো হাসে স্তন দুটি তার জড়িয়ে বুকের মায়া  ।
এখনো হয় নিকটে দূরে হৃদয় দেওয়ার পালা   ,
দুঃখ আছে   ,মৃত্যু আছে  , ভুলি তবু জ্বালা  ।


এখনো  সেই মনের মাঝে কিংবা মনের ভুলে ,
প্রিয়ার ঠোঁটে আঁকছি চুমু  মরণ খেলার  ছলে   ।
*********************************************