******************************************  
             আমি এমন এক সুন্দর  সকাল দেখতে চাই
           মানুষের সুখ নিয়ে  যে সকাল হাসছে নীরবে  ,
         যে সকাল নিয়ে আসে মানুষের মনে সুখের স্বপন
       যে সকাল দেখেনি কখনো নিরন্ন মানুষ মরছে  কখন ।
দেখেনি অজান্তেই কেমন ঝরে পড়ে ক্ষুধাতুর মানুষের যৌবন কুসুম ,  
                সেখানে  মানবতা হয়নি নিভৃতে নিঝুম   ।
       তোমরা কেউ  আমার হাতে দিতে পারো সেই সকাল ?
       কতকাল ধরে আমি  এক সুন্দর সকাল দেখতে চেয়েছি
                            সুখের সকাল   ।


            কত রাত জেগে থাকি নির্জন রাতের বুকে চেয়ে  
       শেষে ব্যর্থ হয়ে  দেখি সুন্দর সকাল কখনো আসে না ,
         মানুষের প্রেম নিয়ে সুখ নিয়ে কখনো হাসে না  ।
           এখন সকাল শুধু ধর্ষিতার কান্না  বুকে আনে
      এখন সকাল শুধু দুঃখ শুনায়   ক্ষুধাতুর মানুষের কানে,
                    মুছে যায় মানুষের সুখের আশ্বাস
                 জ্বলে যায় প্রেম আর শান্তির বিশ্বাস  ।
      কতকাল ধরে আমি  এক সুন্দর সকাল দেখতে চেয়েছি
                            সুখের সকাল   ।


      তোমরা কেউ এমন এক সুন্দর সকাল হাতে দিতে পারো  ?
            যেখানে হাসছে শুধু মানুষ আর মানুষের প্রেম  ?
                  কাঁদছে না কোন জীব, জীবের জঠর  ,
                   আছে শুধু  সুখ আর শান্তির আভাস
     সুন্দরের ধ্যানে মগ্ন যে সকালে খুঁজে পাবো অসীম আকাশ  ।


             তোমরা কেউ হাতে দিতে পারো সেই সকাল  ?
       আমি সেখানে মরে যাবো ,নিয়ে যাবে এসে মহাকাল   ।


*********************************************