(২৫শে বৈশাখে কবি গুরুকে স্মরণ করে আমার শ্রদ্ধাঞ্জলি)


https://sathyasaibaba.files.wordpress.com/2009/02/rabindranath-tagore.jpg


          ২৫শে বৈশাখে নয় এসো কবি ২২শে  শ্রাবণে
          দুঃখের মৃত্যুর শব্দ স্তব্ধ  হোক  রাত্রির সমান ,
          এখন ব্যথার ঘ্রাণ খুঁজে  পাই কাব্যের মননে
          কাব্যলক্ষ্মী মৃতপ্রায় ভিক্ষুক মগজে  শুধু প্রাণ  ।

           প্রেমের মাধুর্য শেষ ,সময় করেছে সব  ভুল
         জীবন  সায়াহ্ন মাঝে আনো কবি শ্রাবণের ধারা ,
        ভেসে যাক শান্তি সুখে  বেদনার কয়েকটি পারুল
           শুধু  থাক স্বপ্ন কিছু সুখের অঙ্কিত বসুধারা   ।


       এসো কবি শান্তি নিয়ে মানবতার দীপ দাও জ্বেলে
         ঘুচাও সকল গ্লানি তোমার প্রখর প্রভা  মেলে  ।
         সুন্দর সত্যের মূল্য মরে গেছে মানুষের কাছে ,
          দেখে যাও বৃক্ষ শেষ ,মানুষেরা বৃক্ষ হয়ে আছে  ।


           ২৫শে বৈশাখে নয় এসো কবি ২২শে  শ্রাবণে ,
   কাব্যের শবের মাঝে এসো কবি ,এসো তুমি নিবিড় মরণে  ।

******************************************