আমি মৃত কবি ,জ্যোৎস্নার বুকে মরেছি যেদিন
      সেদিনও শরীর ছুঁয়ে উড়ে গেছে হাঁস ,
উড়েছিল তারা হৃদয়ের দ্বার খুলে দিয়েছিল শীতল বাতাস
                 সর্বাঙ্গে আমার  ।
বলেছিল মানুষ হয়ে জ্যোৎস্নার বুকে উড়ে যেতে ,
     শিয়রের কাছে চাঁদ ডুবেছিল জলে  
মনে পড়েছিল প্রেয়সীর প্রথম চুম্বন দারিদ্র্যের নিষ্ঠুর ছোঁয়ায়
          ঝরে গেছে নিদাঘের কোলে  ।


           আমি মৃত কবি ,
আমার প্রতিটি অঙ্গ পুড়েছে যেখানে
এখন সেখানে হাসছে ঘাসফুল  ,
শিশিরের চুমো খেয়ে জেগে থাকে ঘাস ।
গরীব ঘরের মেয়ে কাঁকনের ঝঙ্কার তুলে
        ভাঙ্গানোর চেষ্টা করে ঘুম ,
ভালোবাসা সেইখানে চিরতরে হয়েছে নিঝুম ।


      মা  অশ্রু গোপন  করে বলেছিল  ,
আরো যদি জন্ম হয় মানুষের রূপে পৃথিবীতে  
মানুষকে ভালোবেসে সেবা করে যাবি ,
     তোর  বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল   ।
তুই কেন অসময়ে যাচ্ছিস বুকে নিয়ে অভিমান ,ছল  ?
     ফিরে এলে নীলকণ্ঠের মতো হয়ে যাবি  
গণ্ডুষে করবি পান  মানুষের বেদনার শত হলাহল   ।


**********************************************