************************************************
            চারপাশে দেখি  রূপের নাচন  মন ভরে যায়  সুখে ,
          জীব গাছ লতা  রূপ মেলে দেয়  যুবতী চাঁদকে দেখে  ।


          রূপের পরশে  মনে দোলা লাগে বিজন ঘরের কোণে   ,
           বাইরে এখনো  রোদের মায়ায় রূপ ধরা দেয় প্রাণে  ।


           এখন আমরা  রূপের  আলোয়  হাসতে দেখিনি ধরা ,
        মনের গভীরে  রাত কী নেমেছে  চাঁদের আলোতে  খরা ?


          রূপকে কখন  দেখতে ভুলেছি  চোখ নেই বুঝি   আজ ,
         তাই সব কিছু  কালো মনে হয়  কোথায় রূপের  সাজ ?


        রূপ আজো আছে  পৃথিবীর বুকে  যদি চোখ থাকে  তোর ,
           একদিন তুই  হয়ে যাবি জানি  রূপের মাধুরী  চোর ।


       রূপ আছে মনে  বাইরে আজকে  খুঁজে ফিরি আমি  বোকা ,
          হঠাৎ দেখেছি  হৃদয়ের মাঝে  রূপ শুয়ে আছে  একা ।
************************************************
                      মাত্রাবৃত্ত ছন্দে লেখা । ৬+৬+৬+২
                        ৩১-০৫-২০১৫
                      রাউরকেলা , ওডিশা ।