তুমি যদি কথা দাও আমার পাশে এসে দাঁড়াবে
তাহলে আমি এই পড়ন্ত বেলায়
মিশে যাবো যৌবনের রঙ্গিন আলোকে ,
কাঁচা বয়সের মদিরা পানে বিভোর হয়ে থাকবো ।


তুমি যদি কথা দাও আমার মতো করে আমাকে সাজাবে
তাহলে আমি জীবনের যা কিছু সঞ্চয়
সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বাউণ্ডুলে জীবন কাটাবো ,
জীবনের কোন হিসাব রাখবো না ।


অনেকদিন পরে কাছে এলে
দেখো আমার বয়স কত বেড়ে গেছে ,
তুমি চিনতে পারবে না জানি চল্লিশ বছর পরে দেখা
চিনবে কি করে সেদিনের বলিষ্ঠ যুবককে ?


আজো তুমি যদি কথা দাও ভালোবাসা দেবে
তাহলে আমি এই ধূসর গোধূলির বুকে
শুয়ে যাবো চিতার আগুনে ,
জীবনের ওপারেও আমি
তোমাকেই পেতে চাই যৌবনের অদ্ভুত মরণে ।


***************************************