যাদের ভালোবাসা দিতে গিয়েছিলাম হৃদয়ের দ্বার খুলে
তারা ভালোবাসা না নিয়ে  চলে গেছে আমাকেই ভুলে ,
        ভালোবাসা কাকে বলে বুঝতে পারেনি
       দুঃখ ত্যাগ অশ্রুর মানে কখনো শোনেনি ,
তাদের ভোগলিপ্সা শোনেনি দুঃখের গান  জীবনের মর্মমূলে  ।


এক সাধু এসেছিল আমার দুয়ারে ভিক্ষা নিতে
  চেয়েছিলাম সাধুকে হৃদয়ের ভালোবাসা দিতে ,
         সেই সাধু ঝুলি ভরে অর্থ চেয়েছিল
       একশ টাকা পেয়েও আরও দাও বলেছিল ,
সে জীর্ণ বস্ত্রে সুখী নয় ,ত্যাগের মন্ত্র শোনেনি কান পেতে  ।


       এক বারাঙ্গনাকে ভেবেছিলাম  হৃদয় দিয়ে যাবো
মা  তোমাকে ভালোবাসি ,তুমি কি চাও আমিও নিজেকে হারাবো ?
         সেও ভালোবাসা নয় অর্থ নিয়ে হয়েছিল খুশি
        বলেছিল পেট ভরাতে দেহ-সুখ ভালোবাসি ,
ভালোবাসা সেখানেও কেঁদে গেছে , আমার অশ্রু কোথায় লুকবো  ?


  অনেক কেঁদেছি আমি জীবন মধ্যাহ্নে রোদ্দুরের মতো বেদনায়
   একজনই হৃদয় চায় , ভক্তি চায়  ,অর্থ নয় ভালোবাসা  চায় ,
              সে ঈশ্বর ,নীরবে নিভৃতে সব কাজে আছে
              ধরা দেয় দরিদ্রেরও ভালোবাসার কাছে ,
যেখানে আকাঙ্ক্ষার ঢেউ নেই ভালোবাসা সেখানে ঘুমায়  ।


পৃথিবীর মানুষ ধন  মান দেহ সুখ চায় অনেক অনেক চায়
তবু আমি পথে ও প্রবাসে মানুষকেই ভালোবেসে যাবো
           শুয়ে যাবো জীর্ণ বস্ত্রে মলিন  কাঁথায়   ।


*****************************************************