কুমারী যদিও তুমি তবু হলে সন্তানসম্ভবা
      রোদন নিনাদ কেন ভাসে আজো আকাশের বুকে ?
      মায়ের কোন পাপ নেই পাপী নয় গর্ভের সন্তান ,
                বেড়ে উঠে গোপনে গভীরে
                  বেদনায় হয়নি সে ম্লান  ।


         কুমারী মেরীর সন্তান পৃথিবীতে এসেছিল
                      নাম তার যীশু ,
                কুমারী কুন্তীও জন্ম দিয়েছিল
                 কর্ণের মতো বীর শিশু ।
                  তুমি কেন কাঁদ মাগো ?
                  মুছে ফেল শোকাশ্রুধারা ।
                  জানি আমি বৃষ্টি বিন্দুর মতো
       সমাজের যত গ্লানি  ঝরে আজো কুমারী মায়ের মাথায় ,
                 গর্ভের সন্তান লুকোতে পারে না মাতা
                     অভিমানে ব্যথায় লজ্জায় ।


             ধর্মপুত্র যুধিষ্ঠির দিয়েছিল অভিশাপ
       সেদিন  কুন্তীও রবির কিরণে নিষ্কলঙ্ক ছিল
                    কর্ণও ছিল নিষ্পাপ ।
    এ যেন অভিশাপ নয় আশীর্বাদ ভেবে মাতা হাসে ,
  তার গর্ভের সন্তান স্ফীতোদরে হাত পা ছুঁড়ে বলে যেন
                 আসছে সে পৃথিবী সকাশে ।


*************************************