আমার হৃদয় ছুঁয়ে যারা চলে গেছে একদিন
    সবুজ ধানের ক্ষেতে নেমেছে বকের সারি হয়তো সেদিন
   জানি আমি শেষ হয়ে গেছে  কবে সেদিনের হৃদয়ের ঋণ ।


      জাগব না আর আমি তোমাদের বাসনার লোভে
    বরং পায়ে হেঁটে যেতে পারো আমার দেহের উপর
      সব শান্তি শেষ  হবে  ,নক্ষত্রও ঝরে যাবে ক্ষোভে ।


     যখন যৌবন ছিল এসেছিলে হৃদয় হয়েছে রঙিন
    আমার মনের মাঝে নেচেছিল সেদিনের উষসী আকাশ
    তারপর চলে গেছ  হৃদয়ও শেষ হয়ে গেছে সেই দিন ।


       জাগাতে এসো না আর ,জাগব না দিলে প্রলোভন
     নক্ষত্রের দেশে যদি হৃদয়ের সব রঙ নিমেষে মিলায়
      সকলে দেখবে পথে শুয়ে এক মৃতপ্রায় মানুষ এখন ।


    জাগতে চেয়েছি আমি  নারী মাংস খেয়ে গেছে শকুন যখন
    জীবনের পথে  আমি ভেঙ্গে গেছি বারংবার হয়েছি উদাস
       মানুষ  দেখবে এক দাম্ভিক পুরুষের হয়েছে মরণ ।


      এসো না জাগাতে আজ কোন নারী ভালোবাসা দিয়া
  ঘুমাও ঘুমাও তুমি জাগব না আর , নারীর দেহের ঘ্রাণে প্রিয়া ।


**********************************************