পৃথিবীর মানুষ আজ সুস্থ নয়
অসুস্থ মানুষ হাঁটছে আজ গায়ে মেখে রোদ্দুরের তাপ আর ধূলিকণা ,
                  রোগজর্জর দেহ নিয়ে তারা  ঘুমিয়েছে
            সান্ত্বনা চেয়েছে ধোঁয়াটে শহরের নিতম্বের কাছে ।
    মানুষের অসুস্থ চিন্তা আর উদগ্র কামনা উড়ে গেছে বৈশাখের ঝড়ে
                    তবু হাঁটছে সব বাঁচার প্রত্যাশায়  ।


                    কে কাকে সান্ত্বনা দেবে ?
         পৃথিবীও  রোগশয্যার বুকে ক্ষীণকায় হয়ে গেছে
                    ঘুমিয়েছে স্রোতস্বিনী তীরে ।
                সেখানেও  সান্ত্বনার আশ্রয়স্থল নেই
          নেই আর সবুজের সমারোহ,সত্যের সাধনা ।


                 পৃথিবীর মানুষ আজ সুস্থ নয়  
            তারা ভাবে মোক্ষ মুক্তি মনের বিলাস ,
       সত্য শুধু ভোগ সুখ ,সেখানেই বাঁচার আশ্বাস ।
          কামনার বিষাক্ত দংশনে তারা দিশাহারা
          তাই পৃথিবীর দুটি স্তন চিরেছে নানাভাবে
              লুঠ করতে জীবনের ভোগের সম্বল ,


           পৃথিবীর বুকে তাই মারণাস্ত্র এত হলাহল ।


**************************************