না ,বিমল নয় , অনাদি এসেছিল
        গরীব মাস্টার অবিনাশের মৃত্যুর খবর দিয়ে গেল ।
                      অবিনাশ চলে গেল
                   পৃথিবী থেকে একা গেল ,
       কোনদিন রাতে  কেউ কড়া নেড়ে আর বলবে না
                     অনাদি ঘুমলে নাকি ?


                তুই বৃষ্টিতে ভিজে কোথায় যাবি ?
         আমি যাচ্ছি ,কত পুড়িয়েছি মড়া হিসেব রাখিনি
        এই বুড়োর দেহ মড়া পুড়িয়ে পুড়িয়ে ঝলসে গেছে,
   তুই নিশ্চিন্তে ঘুমো ,কচি ছেলে তুই দুধের দাঁত ভাঙেনি এখনো
              মৃত্যুর মুখব্যাদান দেখেছিস কখনো ?


                অবিনাশ শেষ যাত্রায় একা গেল
              সকলেই একা যাবে তবে কেন ভয় ?
             এখনো সংসার মাঝে বিবাদ কেন হয় ?
                   সকলেই যাবে তো নিশ্চয়
                  নেই তাতে কিছু তো সংশয় ।
           মড়া পুড়িয়ে পুড়িয়ে ঝলসে গেছে চোখ
      আগুনের আঁচ পেয়ে হঠাৎ উঠেছে মড়া চিতা থেকে
                         সেটাও দেখেছি ।
                 তুই বৃষ্টিতে ভিজে কোথায় যাবি ?
  তুই নিশ্চিন্তে ঘুমো ,কচি ছেলে তুই দুধের দাঁত ভাঙেনি এখনো
                মৃত্যুর মুখব্যাদান দেখেছিস কখনো ?


                         অবিনাশ চলে গেল
                       পৃথিবী থেকে একা গেল ,
          কোনদিন রাতে  কেউ কড়া নেড়ে আর বলবে না
                        অনাদি ঘুমলে নাকি ?


************************************