মৌসুমি , মানসিক প্রতিবন্ধী মেয়ে আমার
            হারিয়ে গেছে অষ্টমী তিথিতে পূজার মেলায় ,
     আজো পাইনি তাকে খুঁজে ,সে তো  বলতে পারে না কিছু
                  নাম কিংবা বাড়ীর  ঠিকানা  ।
        এখনো পূজার ঢাকের বাদ্য শরতের হিমের পরশ
               আমাকে বড় বেশি ব্যথাতুর করে
             সেই ব্যথায় ঝরে পড়ে পাখির পালক ,
               শিউলিও ঝরে পড়ে বেদনার ভারে  
              অশ্রুসিক্ত হয় পূজা মনের গভীরে ।


          পূজার দিনগুলি এলে আমি ব্যথাতুর হয়ে পড়ি
            সেদিন আনন্দ নয় ,আমার হৃদয়ে বাজে
                       বিসর্জন বিদায়ের বাঁশি ,
               অনন্ত মৃত্যুর মাঝে সেই সুর মিশে যায় ।
                       পূজা আসে প্রতি বছর
               শুধু আমার মৌসুমি আসে না কখনো ।
                     বন্ধুরা বলে তুই বড় বেরসিক
             তাই পূজার দিনেও তোর বিদায় বাসনা ।
                    মৌসুমি ফিরে আর আসবে না
                 কেন তোর মন আজো হয় আনমনা ?


               আসলে জেনেছি আমি দুর্গাপূজা নয়
                       নয় অন্য কোন পূজা ,
                মানুষের ঘরে ঘরে আনন্দ যেদিন
                       সেদিনই তো পূজা ।
                  পূজার দিনে বেদনার ভারে
                  আমি একা শুয়ে থাকি ঘরে
                         মৌসুমির তরে ।


*********************************