====  ***      -------------*******---------------------
        অনেক দুঃখের ঘ্রাণ নিয়ে ,অনেক মৃত্যুর ঘ্রাণ নিয়ে
       কোনদিন না ঘুমিয়ে পৃথিবী থেকে চলে যাবো আমি ।
          এখানে এখন নরম নরম ঘাস হাসে না আর
                     নিষ্প্রাণ ঊর্মিল মাটিতে ,
      আমার মায়েদের অশ্রু ঝরে শত বেদনার অভিঘাতে ।
         সেই পাহাড়ের কোলে যতদিন বিষণ্ণ মায়েরা
         শরীরের ব্যথা নিয়ে মরে যাবে তমিস্রার বুকে
                     ততদিন ঘুমবো না আমি ।
                       ওদের উলঙ্গ শরীর
         মানুষ দেখে না আজ ভাসে শুধু আনন্দের স্রোতে,
         সব আলো নিভে যায় তাহাদের দুঃখের আঘাতে ।


       অনেক দুঃখের ঘ্রাণ নিয়ে , অনেক মৃত্যুর ঘ্রাণ নিয়ে
       কোনদিন না ঘুমিয়ে পৃথিবী থেকে চলে যাবো আমি ।
         এইখানে আছে পড়ে মানুষের কয়েকটি কঙ্কাল
                    ক্ষত বিক্ষত মৃত যুবতীর হাড় ।
           কেন আর মানবিক বোধ করে আস্ফালন ?
   জ্বলন্ত পাবক দেহে বহুদিন হয়ে গেছে মানুষের নিবিড় মরণ ।


                 হয়েছে আমারও আজ উলঙ্গ শরীর
                     খুঁজি  না তাই আমার বসন ,
         মায়েদের সর্বাঙ্গ আজও কিছু পশু করছে  লেহন ।
              এখন ঘরে ঘরে নিষ্প্রদীপ সন্ধ্যা নামে হায়
       নদীর ওপারে আজ শুধু মৃত যুবতীর হাড় পাওয়া যায় ।
                         তাই.....................
         অনেক দুঃখের ঘ্রাণ নিয়ে ,অনেক মৃত্যুর ঘ্রাণ নিয়ে
       কোনদিন না ঘুমিয়ে পৃথিবী থেকে চলে যাবো আমি ।


************************************************