*************************************


             এই আমি একদিন ভেঙ্গে ভেঙ্গে যাবো
                   ভেঙ্গে যাওয়া বাড়ীটার মতো ,
               সেদিন মিষ্টি কথায় কেউ বলবে না
                    অজিত , হাঁটতে পারছ ?
         দিনগুলি রাত্রিগুলি মরে যাবে বিদ্রূপের পাশে
   সেদিন মনে পড়বে ,ভোরের আদুরে ঘুমটুকুর মতোই বুকে লেগে
                 আদুরে মেয়ে অদিতি বায়না ধরেছিল ,
বলেছিল ," বাবা ,তেপান্তরের মাঠ থেকে এক টুকরো সুখ এনে দিতে পারো ?"


           আজকের শান্তিগুলি ক্লান্তি নিয়ে গল্প হয়ে যাবে
                        তখন বধির স্বপ্ন ,
                স্বপ্ন মানে কিছু ক্লান্তি ব্যর্থতা তখন ।
     সেদিন কেউ জানতে চাইবে না এই বুড়ো মাস্টার অজিত
                         হাঁটতে পারছে কিনা ।
          হাঁটতে হাঁটতে একদিন মাটিতেই মাটি হবো আমি ,
      চোখের জলের রেখা মুছে যাবে সুখ দুঃখ পথের পাথারে ।


*********************************** ******************