**********************************
      সব শব্দ মিশে যাবে পৃথিবীর বুক থেকে যেদিন সাগরে
                 সেদিনও কান্নার শব্দ থেকে যাবে ,
                প্রসব যন্ত্রণার মাঝে কিংবা নীরবে ।
                সেই শব্দ শোনা যাবে প্রকৃতির বুকে
             শোনা যাবে মৎস্য-কন্যার বুকের ভিতরে ।
                   ঢেউ খেলে শোনাবে যে কথা
          জ্যোৎস্নায় ডুবে যাওয়া মাংস-লোভী দেবতারা
                  হয়তো বা খুঁজে পাবে ব্যথা ।


           শিশির সমুদ্র কেন মানুষকে তবু করে আকর্ষণ ?
                  আমার হৃদয়ে শুধু চাঁদ ডুবে যায়
                      নিয়ে আসে অশ্রুর প্লাবন ।
        এখনো কাঁদছি আমি কান্নার শব্দ শুনে পাড়াগাঁর বুকে
                     কাঁদে বুঝি কুমারী অঘ্রাণ ,
        বার বার অন্ধকার শুনিয়েছে মানুষের বিদায়ের গান ।


              কান্নার শব্দ কেন থেকে যায় পৃথিবীর বুকে ?
                 সেই শব্দ কেউ তো শোনেনি কখনো
              ভেসে গেছে সুখ আর আকাঙ্ক্ষার স্রোতে ।
       আমার হৃদয়ে শুধু থেকে গেছে কান্নার শব্দের কত দাগ ,
           যাদের জীবনে আলোক আসেনি, মরুর বালুতে
                    শুকিয়েছে জীবনের শত অনুরাগ ।


************************************************