**************************************
       ফিরে দিতে পারো কেউ ফেলে আসা সেই শিশুমন ?
       আমি শিশু হতে চাই পৌষের অন্ধকারে  নীরবে এখন ,
                সকল সঞ্চিত অর্থ তাহলে নিমেষে
              ফেলে দিতে পারি আমি সমুদ্রের জলে  
          চুমু দিতে পারি  আজ পৃথিবীর মানুষের গালে ,
        দেখে যাবো হাসছে হাসছে তারা উজ্জ্বল সকালে ।
           সময় সহজ নয় ,সুন্দর সত্যের মূল্য নেই
            পৃথিবীর বুক থেকে প্রজ্ঞারও হয়েছে মরণ ,
             সহস্র শকুন শুধু পচা মড়া খাবে বলে
            মানুষের মনের আকাশে উড়ছে এখন ।


          কিছুই চাই না আর  ,শুধু ফিরে পেতে চাই শিশুমন
        দেখে যাবো পুনরায় পাড়াগাঁর মেয়েদের জলে ভেজা
        সবুজ ঘাসের মতোই নরম নরম মুখে  চাঁদের কিরণ ।
                           ভরে যাবে বুক ,
             মন থেকে দূরে যাবে আকাঙ্ক্ষার অনেক অসুখ ।
           শিশুমন খুবই সরল ,সেইটুকু যদি পাই হঠাৎ এখন
            সংসারের সুখ ছেড়ে শুয়ে যাবো জ্বলন্ত চিতায়
                      সকলে দেখবে এক উলঙ্গ শিশু
                    চিতার আগুনে শুয়ে শুধু গান গায় ।


             জানি আজ পাথরের বুকে মরে গেছে সেই শিশুমন
                       সহস্র শকুন শুধু পচা মড়া খাবে বলে
                       মানুষের মনের আকাশে উড়ছে এখন ।
            পুনরায় শিশু হয়ে মানুষের কোলে শুয়ে যাবো আমি
                            থাকবে না লজ্জা ঘৃণা ডর ,
                 পাড়াগাঁর মেয়েগুলি বুকে শুয়ে দেখবে সেদিন
                 উলঙ্গ শিশুর মতোই রিরংসাও হয়েছে নিথর ।


************************************