**************************************
       কে আজ হৃদয় চায় ঘাস আর ফড়িংয়ের বুকে শুয়ে ?
       কে আজ দেখছে  নবান্নের গন্ধ ভরা আকাশের বুকে
                     খেলা করে ভালোবাসা ?
          যারা চায় অর্থ কীর্তি সচ্ছলতা পার্থিব সুখের ঘ্রাণ
        তারা জেনে গেছে ভোগই সত্য ,সত্য শুধু মরীচিকা তৃষা ।
            কে আর কাঁদছে আজ নিরন্ন মানুষের কোলে
                 অন্ধকারে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি ?
        তাহলে দেখত আজ উলঙ্গ শিশুর মতোই সত্যের বুকে
           ঢাকা আছে প্রহেলিকা ,হৃদয় ঢেকেছে বিভাবরী ।


          এখনো প্লাবনের ঢেউয়ে খেলা করে যেসব হৃদয়
            তারা তো হৃদয় দিতে চায় জ্যোৎস্নার বুকে শুয়ে
              অনেক অনেক কিছু দিতে ,পেতে কিছু নয় ।
                  আমি আজ ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে
                  শুয়ে আছি ঘাস আর ফড়িংয়ের মাঝে ,
                   ব্যথাতুর মানুষের হৃদয়ের কাছে ।


         দেখুক দেখুক তারা অর্থ কীর্তি সচ্ছলতা ছেড়ে দিয়ে
                  নিরন্ন মানুষের দুঃখ এখনই দেখুক ।
           সেইসব ভোগলিপ্সু ভোগের বুকেই মরে যাবে
                দারিদ্র্যের ঘ্রাণ নিয়ে কে আর ঘুমায় ?
         মনে হয় বার বার মানুষের হৃদয় ঢেকেছে অমানিশা
                     কে আজ হৃদয় আর চায় !


**************************************