***********************************
          ইতিহাস কথা বলে ,ধর্ম যুদ্ধ বৈষম্যের কথা ,
     বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে ,হিটলার নাজিবাদ ফ্যাসিবাদ
        মুছে গেছে পৃথিবীর বুক থেকে রেখে গেছে ব্যথা ।
            ধর্ম ও বিজ্ঞান শেষ হয়ে গেছে সেইদিন
             প্লাবনের ঢেউয়ে কত মানুষ মরেছে
             ইতিহাস দেহে তারা হয়েছে বিলীন ।
             ধর্ম ও বিজ্ঞান শেষ করে সেই যুদ্ধ
                    ক্ষতিগ্রস্ত অবনী করেছে ,
             সৈনিকের সাথে মানবতার পূজারীও
               যুদ্ধের আগুনে সেদিন পুড়েছে ।

        তারা তো সত্যের সাধক , তবু তারা কেন গেল ?
                    ইতিহাস দেয়নি উত্তর ।
        আজো সেই ধ্বংসলীলা নিয়ে ইতিহাস কথা বলে
                ক্ষতচিহ্ন জাগিয়ে তোলে ভয় ,
            জানি আমি আঁধারের বুকে ঢেউ এলে
           সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় ।
          সময় পেরিয়ে গেলেও ইতিহাস কথা বলে
                 দগ্ধ চিহ্ন বুকে গেছে রাখি ,
          বিজ্ঞান মরেছে সেদিন , বেদনার বুকে
           কাঁদছে এখনো হিরোশিমা নাগাসাকি ।

         এখনো  পৃথিবীতে শীতল যুদ্ধ থেকে গেছে
          হত্যাকাণ্ড জন্ম দেয় অশুভ  অশুভ রণাঙ্গন ,
     মানুষ তাই দিশাহারা ,শুধু শান্তিরই করে অন্বেষণ ।

************************************