( পেত্রার্কান সনেট )  
**************************************
              শীত আসে শোনা যায় , মরণের গীত ,
               বিনোদ কিশোর হারু   ভিখারির মন
               শীত এলে কেঁদে ওঠে তাদের জীবন
                দারিদ্র্যের বুকে কাঁদে বেদনার্ত শীত ।
                শীতের পোশাক নেই তাদের সহিত ,
                  রজনী যাপন করো ,বুঝবে তখন
                 শীতের কম্পনে আনে যাদের মরণ
               তারা তো গায় না গীত , চাইবে না শীত ।

                মনে ভাবি তাই আজ ,শীত নয় ভালো ,
                    শত শত দরিদ্রের হৃদয়ে কম্পন
                  জেগে ওঠে নিরবধি  ,বেদনা তখন  ।
              শীত তুমি আসো কেন ,কেন দুঃখ জ্বালো ?
                 তুমি এলে যারা করে তোমায় বরণ
                 তাদের হয় না শীতে , কখনো মরণ ।

***************************************
( ক খ খ ক , ক খ খ ক , গ ঘ ঙ , গ ঘ ঙ ,  )
    octev                         sestet
-------------------------------------------------------------------