*************************************  
             যে জীবন ঘাস ছিল , ছিল কত ফড়িংয়ের মাঝে
            সে এখন মরে গেছে এমন এক আঁধারের কাছে
                   যে  শুধু পচা মাংসের গন্ধ পায় ,
                  আজ সে সারাক্ষণ মাংস শুধু চায় ।
                  ভুলে গেছে নিজেকে বিলিয়ে দিতে
                      কোন এক দুর্যোগের রাতে ।


             যে জীবন ঘাস আর ফড়িংয়ের সাথে মিশে ছিল
                    সে এখন বারুদের সাথে মিশে গেছে ,
             দেহে তার মাংস আর বারুদের গন্ধ লেগে আছে ।
                    জীবন আজ সবুজ ঘাসের মতো নয়
             এখন তুফানের কাছে এসে তাকে হেরে যেতে হয় ।


                             সে এখন পাষাণ ,
                         মৃত্যুও হয়েছে দেখি ম্লান
                জীবনের চারপাশে বারুদের গন্ধ শুধু ভাসে ,
                      রিরংসার আগুনে জ্বলে যায় শেষে ।
                  যে জীবন ঘাস ছিল সে আজ মরে গেছে
                         বেঁচে আছে যারা পৃথিবীতে
                      তারা শুধু পচা মাংসের গন্ধ পায় ,
             মৃত্যুর কাছে এসে মৃত্যুও বার বার তাই মরে যায় ।


*************************************************************