************************************
        প্রেমের যে মুখ খুঁজেছি আমি গোধূলির বুকে শুয়ে
             পাইনি এখনো জীবনের পড়ন্ত বেলায় ,
      হৃদয়ের দ্বারে খুঁজেছি সেই মুখ অস্তগামী সূর্যের প্রভায় ।
           আজ নিভে গেছে রোষানল মনের গভীরে
          মনে হয় মরে গেছি কবেকার অশ্রুর বিথারে
                       পৃথিবীতে কতদিন ।
                 মুখ দেখার আয়না ভেঙ্গে ফেলে
                    দেখেছি ভাঙ্গা চোরা মুখ .
            কোথাও কোথাও নেই অপার্থিব প্রেম
               আছে শুধু বাসনার অতৃপ্ত অসুখ ।

        খুঁজে ফিরি সেই মুখ ,শুনেছিও ব্যথার কাজরী
             এখনো চলেছি খুঁজে হয়ে দিশাহারা
            দেখেছি জীবনে বেদনার মূক বিভাবরী ।
              জানি তবু সেই মুখ পাবো একদিন
           সেদিন ঠোঁটে তার এঁকে দেব জ্বলন্ত চুম্বন
       এতদিন প্রতি পলে করেছি  আমি তার অন্বেষণ ।


**********************************************







**