**************************************  
                     অনেক পাওয়ার পরে মন আরও চায়
           অর্থ কীর্তি সচ্ছলতা পার্থিব বাসনা বেড়ে চলে ,
                      অল্পে  সন্তুষ্ট নয় মানব হৃদয়
      সে বলে  , আরও চাই আরও চাই আরও চাই অসীম আকাশ ।
                 দৃষ্টি মাটিতে রেখে কে দেখেছে মাটিকে
           সেখানে কর্দমাক্ত জল স্থির হয়ে শুকিয়েছে কতকাল ?
                   চিত্তচকোর শুধু দেখতে চায় সুখের সকাল ।

               প্রকৃত মানুষ হতে গেলে কতটুকু পাওয়া লাগে ?
                       খুব সামান্য পেলেই সুখ জাগে
                               নিভৃত হৃদয়ে ।
            অনেক বেদনা পাওয়ার পরে কে কবে বলেছে
          আরও চাই আরও চাই আরও চাই বেদনা আমার ?
                      যে বলে সে কখনো কাঁদে না
                    বাসনার জ্বরে সে কখনো মরে না ।
                    সে শুধু হাসে  ,অনেক পাওয়ার পরে নয়
                  সামান্য পেলে ভরে থাকে তাহার হৃদয় ।

             অল্পে সন্তুষ্ট হয়ে সাধনার বুকে থামে যদি
                 মানবতা দেবে মুখে হাসি নিরবধি ।

**********************************