****************************************
       অনেক নরম মাটি দিয়ে ঈশ্বর গড়েছে পৃথিবীতে নারী
          এইখানে আজন্ম লালিত তারা বেদনা ও শোকে ,
   অনেক অনেক পথ হেঁটে তবু তারা পথ হাঁটে দেখে বিভাবরী ।


     অনেক নরম দেহ নিয়ে দেখি নারী নরম নদীর বুকে ভাসে  
   লক্ষ কোটি বছরের বার্ষিক গতির সাথে শয্যাসঙ্গিনী হয় তারা ,
        ভাবি শুধু এত শক্তি নারী দেহে কোথা থেকে আসে ?


        নরম সবুজ মন এখনো নারীর মতো কোথাও পাবে না
       তারা যত্নে থাকে না ,যত্নে রাখে সংসারের প্রতিটি মানুষ ,
নারী অসাধ্য সাধন করে ,এত কষ্ট সয়ে যেতে কেউ আর পারে না ।


      নরম ঘাসের মতো ঈশ্বর কত মায়া ছড়িয়েছে এ ধরার বুকে
           সে নরম মাটি অনেক নরম হয়েও গলে না বর্ষায় ,
          কষ্ট পেয়েও সুখে রাখে ,হাসিমুখে তারা থাকে দুখে ।


        অনেক নরম মাটি দিয়ে নারী গড়ে ঈশ্বর মিটিয়েছে সাধ
     কৈশোরের ঝড়ে নরম স্তনের ছোঁয়া দিয়েছে তাহার আস্বাদ ।


****************************************