**************************************
          সেদিনের সবুজ হৃদয় আরও যদি ফিরে পাই
     তাহলে দেখব আমি মাঠ রোদ শিশিরের বুকের ভিতর
               কবোষ্ণ মুখর আজো কৈশোরের জ্বর ,
             গর্ভিণী ধানের শিষে যে দুধ ফলে থাকে
      সাদা হয়ে গেছে জিভ ; লেগে আছে মুখের উপর ।
          সেদিন ঝড়ের বুকে অকপট হৃদয় ফলেছিল
     আমার দুটি চোখে অজান্তেই নিষ্প্রদীপ সন্ধ্যা নেমেছিল ।
       একদিন হৃদয়ের সব রঙ ঝরে গেছে পাড়াগাঁর বুকে
      ভিখারিনী দেহ দিতে চেয়েছিল পড়ন্ত বেলার রোদ মেখে  ,
     দেখেছে কিশোর এক দেহের ক্ষুধার মাঝে রেখে গেছে ভয়
             তাহার ভিতরে সুপ্ত আছে দেহের লালসা নয়
        শুধু মুথা-ঘাস আর ধানের দুধের মতো নরম হৃদয় ।

       আজো যদি ফিরে পাই সেই হৃদয় এইখানে রোদে
      দেখব নারী বলে পৃথিবীতে ফলে আছে যে সবুজ ধান
           তাদের দেহের ভিতর খেলা করে মমত্বের ঘ্রাণ ।
               যদি ফিরে পাই কৈশোরের হৃদয় আবার
       গর্ভিণী নারীর পেটে বুলিয়ে দেব নরম ধানের শিষ
                        মুছে দেব তার যত ক্ষত ,
       দেখে যাবো কেমন প্রভাত এসে শিশিরের চুমো খেয়ে
                  হৃদয়কে প্রতিভাত করে অবিরত ।


***************************************