************************************
          প্রেম যদি কোন ব্যক্তিকে নিয়ে গড়ে ওঠা
    কিছু মান অভিমান , দেহ-সুখ  ,হৃদয় আর জ্বলন্ত চুম্বন
                       অন্য কিছু নয়  ,
             তাহলে কেন মৃত্যুর বুকে সেই প্রেম
                    একদিন ভস্মীভূত হয় ?
      আসলে প্রেম সকল মানুষেরই চুমু খেয়ে হৃদয় বিথারে
          মৃত্যুও করে না গ্রাস বেঁচে থাকে মৃত্যুর আঁধারে ।

*****************************************