**************************************
       মনে পড়ে সেদিনের সুখের সকাল ,শৈশবের কথা
        সেদিন ছিল না ভয়  ,মনেও ছিল না কোন ব্যথা ।
    একসাথে কত শিশু খাইয়াছি  পোয়াতি নারীর সাথে ভাত
     পেটে হাত রাখিয়াছি ,গর্ভের সন্তান তাহার নাড়িয়াছে হাত ।

      সেদিন আমার মতো কত শিশু  অনাগত শিশুর ছোঁয়া পেত
       আজো  ফিরে যাই সেইদিনে ,সুখ আমি পেয়েছি তো কত ।
   ভাবি আমি পোয়াতি নারী কি এখনো শিশুদের সাথে বসে খায় ?
        সুন্দর ছবি মনে এঁকে আজো কি স্বর্গীয় সুখ তারা পায় ?

      জানি না  গর্ভের সন্তান আজ আর শিশুদের হাত নাড়ে কিনা
      চলে গেছে সেইদিন ,সেই-সুখ আর আমি কখনো পাবো না ।
        তখন সকাল  এসে শিশুদের সাথে মিশে করে যেত খেলা
     ছোট মাছ ধরিয়াছি খালে বিলে ,আনন্দে কেটেছে ছেলেবেলা ।

            শিশুরা এখন পড়ার চাপে মৃতপ্রায় ,খেলে নাই অত
      শৈশবের দিনগুলি মনের মাঝে ফুল হয়ে ফোটে না অবিরত ।
       সেদিনের নারী পড়াশুনা করে নাই ,ছিল তারা অনেক সরল
         ভালোবাসা দিতে জেনেছিল ,হৃদয়ে  ছিল না কোন ছল ।

       এখনো শৈশবের সুখ  রঙিন আলোর মতো করে ঝিলমিল
       মনের গহনে  অজান্তেই-এসে পড়ে সেই সব সুখের মিছিল ।

****************************************************